"কবিতা"
মহামানব
রহিদুল ইসলাম
অনেক মহামানবের নাম শুনেছি -
নাম শুনেছি অনেক।
শ্রেষ্ট মহামানব, নবী আমার,
কেনা - তা - জানে।
ওমর, খলিদ, আমীর হামজা...
সাহাবী শত - শত ;
শ্রেষ্ট সাহাবী ওমর, আলী...
আবু বকর, ওসমান কতো।
তবু শেষ হবে নাকো...
হবে নাকো শেষ,
অলি - আল্লাহ - দরবেশ!
শেষ করা যায় নাকো,
মহা মানবের কথা।
তাদের কথা ভাবতে গিয়ে,
প্রানে লাগে ব্যাথা!
বেশ কিছু মহা মানব...
ঝড়ে গেছে এসে,
জীবন উৎসর্গ বাংলার ইতিহাসে!!
"কবিতা"
ঈমান
ঈমান পথে চলা কেন দামি!
"কবিতা"
মহামানব
রহিদুল ইসলাম
অনেক মহামানবের নাম শুনেছি -
নাম শুনেছি অনেক।
শ্রেষ্ট মহামানব, নবী আমার,
কেনা - তা - জানে।
ওমর, খলিদ, আমীর হামজা...
সাহাবী শত - শত ;
শ্রেষ্ট সাহাবী ওমর, আলী...
আবু বকর, ওসমান কতো।
তবু শেষ হবে নাকো...
হবে নাকো শেষ,
অলি - আল্লাহ - দরবেশ!
শেষ করা যায় নাকো,
মহা মানবের কথা।
তাদের কথা ভাবতে গিয়ে,
প্রানে লাগে ব্যাথা!
বেশ কিছু মহা মানব...
ঝড়ে গেছে এসে,
জীবন উৎসর্গ বাংলার ইতিহাসে!!
"কবিতা"
ঈমান
রহিদুল ইসলাম
ঈমান সেতো অসীম পথে -
নীল আকাশের মেঘ,
জোয়ার বেলা সাগড় পানে -
যেমন পানির বেগ,
ঈমান সেতো আকাশ ছোয়া
ভারী পাহার সম,
ভালোবাসা খোদার জন্য
তাইতো আপন মম;
ভালোবাসা মায়ার বাধন...
সব কিছু যে মিছে...
খোদার পথে চলতে তুমি -
থাকবে কেন পিছে?!
যেদিন তোমার ডাক আসিবে -
চোখ মুদিবে তুমি -
বুঝবে সেদিন -
"কবিতা"
ক্ষণিক কালের মেলা
মোহাম্মদ রহিদুল ইসলাম
এ- জগতে দেখিলাম কত কিবা,
মোহাম্মদ রহিদুল ইসলাম
এ- জগতে দেখিলাম কত কিবা,
শুনিলাম কত,
ক্ষনিক কান্না, ক্ষনিক হাসি।
ক্ষনিক কান্না, ক্ষনিক হাসি।
আরো দেখিলাম বিয়োগ বেদনা,
শুনিলাম কত গান,
তবু বুঝিতে পারিনা, কিসের জয় গান।
দেখিলাম আঘাত - বিদ্রহ,
শুনিলাম কত গান,
তবু বুঝিতে পারিনা, কিসের জয় গান।
দেখিলাম আঘাত - বিদ্রহ,
ঘুমের সিশুর কান্না!
তবু মনে হয়, আরো দেখিবো, হয়তো....
জানিবো আরো!!
কিসের এ সংসার, উদ্দেশ্য কি?
জানি, তাহা জানি,
ক্ষনিক কালের মেলা।
অনেকে এসেছে এ তড়িতে,
খেলেছে, অনেক খেলা।
খেলবে, আরো খেলবে...
হয়তো দেখবে পাড়ের ভেলা,
খেলা শেষে ফুরাবে, এ তড়ির মেলা।
সুন্দর সুন্দর কবিতার স্বাদ নিতে সাথেই থাকুন।
Comments
Post a Comment