>২০০৮ সালে BIMSTEC এর অধিবেশন অনুষ্ঠিত হয- উওরঃ নয়াদিল্লিতে ।
>’বাঙ্গালহ্’ নামের প্রচলন করেন- উওরঃ ইরিয়াস শাহ্ ।
>’ভোজ বিহার’ অবস্থিত- উওরঃ কুমিল্লায় ।
>পর্তুগালের মুদ্রার নাম- উওরঃ এসকুডো ।
>The White Tiger-এর লেখক- উওরঃ অরবিন্দ আদিগাও ।
>সম্প্রতি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ফেলো নির্বাচিত হন- উওরঃ ফজলে হাসান আবেদ ।
>জেনেটিক্স-এর জনক—উওরঃ মেনডেল ।
>১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল- উওরঃ বৃহস্পতিবার ।
>দক্ষিন ওশেটিয়া কোথায়- তুরস্কে ।
>অপারেশন নবযাত্রা কি? উওরঃ ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কর্মসূচি ।
>দুর্নীতি দমন কমিশনের প্রথম চেয়ারম্যান—উওরঃ বিচারপতি সুলতান হোসেন ।
>নেপালের বর্তমান প্রধানমন্ত্রী- উওরঃ
>পরবর্তী বিশ্বকাপ ফটবল অনুষ্ঠিত হবে- উওরঃ ব্রাজিলে ।
>মাইক্রোসফট সম্প্রতি কেনার চেষ্টা করেছে—উওরঃ গুগল ।
>পশ্চিমবঙ্গে টাটা যে গাড়িটি উৎপাদন করতে চেয়েছিল – উওরঃ ন্যানো ।
>আফ্রিকায় বাংলাদেশের সর্বশেষ রপ্তানি পন্য- উওরঃ পাটের থলে ।
>বাংলাদেশের সফটওয়্যার প্রস্তুতকারীদের সমিতির নাম- উওরঃ বেসিস ।
>TIN বোঝায়- উওরঃ ট্যাক্স আইডেস্টিফিবেশন নম্বর ।
>অবসেশন শব্দটি জ্ঞানের যে শাখার সাথে যুক্ত- উওরঃ মনোবিজ্ঞান ।
>বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে- উওরঃ ১২৩ টি
>বিশ্বের সর্বকনিষ্ঠ গনতান্ত্রিক রাষ্ট- উওরঃ নেপাল ।
>জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে তারিখে বাংলাদেশে আগমন করেন- উওরঃ ১ নভেম্বর ২০০৮ ।
>বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয়লাভ করে? উওরঃ স্কটল্যান্ড ।
>Extradition Treaty হলো- উওরঃ অপরাধী প্রত্যর্পণ চুক্তি ।
>’মাওয়া’ ফেরিঘাট’ কোন জেলায় অবস্থিত ? উওরঃ মুন্সিগন্জ ।
>’ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেনির সমাধিক্ষেত্র ।’-উক্তিটি কার ? উওরঃ এরিস্টটল ।
>অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী- উওরঃ শহীদ সোহরাওয়ার্দী ।
>গ্রহটির নামকরন রোমান যুদ্ধদেবতার নামে হয়েছে- উওরঃ জুপিটার ।
>বারাক ওবামা যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচন কত জনভোট পেয়েছেন? উওরঃ প্রায় সাড়ে সাত কোটি ।
>তীর্থংকরের ধারণা কোনটির সাথে সম্পৃক্ত? উওরঃ বৌদ্ধ ধর্ম ।
>ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হর কোন বছর নির্মিত হয়? উওরঃ ১৯২১
>রোকেয়া দিবস পালিত হয়- উওরঃ ৯ ডিসেম্বর ।
>মেলামিনযুক্ত গুঁড়ো দুধ যে দেশে প্রথম ধরা পড়ে – উওরঃ চীনে ।
>২০০৮ সালের মতো গত শতাব্দীর যে বছরে বিশ্ব অর্থনৈতিক মন্দার মুখোমুখি হয়েছিল- উওরঃ১৯৩০ ।
>অতি সম্প্রতি বিজ্ঞানীরা ’বিগ ব্যাং’-এর পরীক্ষা করেছে- উওরঃ ফ্রান্স-সুইজারল্যান্ড সীমান্তে ।
>বাংলাদেশের জেলাভিত্তিক সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ- উওরঃ সিলেট বিভাগ ।
>বাংলাদেশের কৃষিদিবস – উওরঃ পহেলা অগ্রহায়ণ ।
>২৭ সেপ্টেম্বর তারিখে চীনের প্রথম নভোচারী হিসেবে মহাশূন্যে হাঁটেন- উওরঃ জাই ঝিগ্যাং ।
>যুক্তিবিদ্যার প্রধান কাজ- উওরঃচেতনাবৃদ্ধি ।
>কাজীনজরুল ইসলাম সম্পাদিত –লাঙ্গল ।
>বাংলাদেশের আন্তর্জাতিক মাইক্রোক্রেডিট বৎসরে পালিত হয় যে সালে – উওরঃ ২০০৫ ।
>উচ্চ মুদ্রাস্ফীতির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত গোষ্ঠী- উওরঃ সীমিত আয়ের জনগোষ্ঠী ।
>চাহিদা বিধি কি? উওরঃ দাম বাড়লে চাহিদা কমে।
>মহাকাব্য নয় – উওরঃ জুলিয়াস সিজার ।
>মুসলিম দেশ নয় কিন্তু পতাকায় চাঁদ-তারা আছে? উওরঃ সিঙ্গাপুর ।
>২০০৮ সালের সাহিত্যে নোবেল পুররস্কার বিজয়ী লেখক যে দেশের – উওরঃ ফ্রান্স ।
>জাতিসংঘের নারী উনর্নয়ন বিষয়ক তহবিলের নাম- উওরঃ ইউনিফেম ।
>১লা আগষ্ট ২০১১ কাকে কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্রথম প্রশাসক নিয়োগ দেয়া হয়? নাসির উদ্দিন আহমেদ
>বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি? ৪৮৪টি
>দেশে ৪৮৪ তম উপজেলা কোনটি? বাঙ্গাবালী পটুয়াখালি
>৩০ শে জুন ২০১১ কোন পৌরসভা প্রতিষ্ঠা করা হয়? পলাশবাড়ী গাইবান্ধা
>বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন? প্রধানমন্ত্রীর কার্যালয়
>রুপালী ইনভেস্টমেন্টর লিমি এর অনুমোদন দেয়? ১৯ আগস্ট ২০১১
>বর্তমানে গ্যাস ক্ষেত্র? ২৪টি
>বর্তমানে দেশে থানা সংখ্যা কত? ৩১৩টি
>ঢাকা-রংপুর রোডে আন্ত:নগর ট্রেন চালু হয়? রংপুর এক্সপ্রেস
>বিশদ তথ্য সম্বলিত মানচিত্র? ট্রিপম্যাপ
>পেরুর বর্তমান প্রেসিডেন্ট কে? ওলান্তো হুমালা
>কোন দেশে আইন সভায় ই-পিটিশন পদ্ধতি চালু হয়? ব্রিটেন
>লিবিয়ার অন্তবর্তীকালিন জাতীয় পরিষদের প্রধান কে? মুস্তফা আবদেল জলিল
>লিবিয়ার ন্যাটো হামলার সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপলস ইতালি
>দ্যা হোয়াইট মাউস নামে পরিচিত কে? ন্যান্সি ওয়েক (অস্ট্রেলিয়া)
>২০১১ সালে দেশের ১০টি শিক্ষাবোর্ড এর অধীনে অনুষ্ঠিত এইচ এসসি ও সমমান পরীক্ষায় পাশের গড় কত? ৭৫.০৮ %
>২০১১ সালে দেশের সাধারণ ৮টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পাশের গড় হার কত? ৭২.৩৬%
> বাংলাদেশ কলেজ অব লেদার টেকনোলজির বর্তমান নাম কি? ইনস্টিটউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
>বাংলাদেশের সর্বশেষ সরকারি মেডিকেল কলেজ কোনটি? কুষ্টিয়া মেডিকেল কলেজ
>বাংলাদেশের কোন জেলায় দুটি করে সরকারি পিটিআই রয়েছে? চট্টগ্রাম, বগুড়া, চাপাইনবাবগঞ্জ
>দেশে বর্তমান পলিটেকনিক ইনস্টিটউট কতটি? ৪৯টি
>আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কত? ৫৪
>স্পোর্টস বিষয়ক ওয়েবসাইট ইয়াহু। স্পোর্টস রেডিও সেবা চালু হয় কবে? ১ লা আগস্ট ২০১১
>কোন গ্রহে মানুষ বিহীন নভোযান জুনো পাঠায়? বৃহস্পতি
>পাকিস্তান প্রথম বারের মতো কোন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপন করে? পাকসটি-১
>বিশ্বের বৃহত্তম ভিডিও গেমস মেলা কোথায় অনুষ্ঠিত হয়? কোলন, জার্মানি
>দ্যা গুড মুসলিম উপন্যাসের লেখক কে? তাহমিমা আনাম
>ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কে? অধ্যাপক ড. মৃদুল কান্তি চক্রবর্তী
>বাংলাদেশের কোন চলচ্চিত্রটি প্রথম কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়? মাটির ময়না
>দ্য লাকুনা উপন্যাসের লেখক কে? বারবারা কিংসলভার , যুক্তরাস্ট্র
>বিশ্ব বানিজ্য রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থ্রা? বিশ্ব বানিজ্য সংস্থ্যা
>২০১০ সালে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ ? চীন
>২০১০ সালে শীর্ষ আমদানি কারক দেশ? যুক্তরাস্ট্র
>সব চেয়ে বেশি স্বর্ণমজুদ রয়েছে? যুক্তরাস্ট্রে
>১০০৫ ডলারের নিচে আয় করে? বাংলাদেশ, আফগানিস্তান
>বিশ্ব হেপাটাইটিস দিবস? ৩০ জুলাই
>বিশ্বের বনভুমির পরিমান সবচেয়ে বেশি? রাশিয়া
>শেষ ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? ভ্যালাডেলিড, স্পেন
>আদিবাসী সংক্রান্ত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হবে? ২০১৪ সালে
>বিশ্বের সর্বোচ্চ ভবনের নাম? কিংডম টাওয়ার
>বৃহত্তম সৌরশক্তিচালিত নৌকার নাম? এম টুরানোর প্লানেট সোলার
>আইবিএসএ কোন দেশ গুলো নিয়ে গঠিত? ভারত, ব্রাজিল, দক্ষিন আফ্রিকা
>বানকিমুন দক্ষিনে সুদানে দুত হিসাবে কাকে নিয়োগ দেয়? হেইলি মেনকারিয়োস, ইরিত্রিয়া
>র্রাজিলের বিশ্বকাপ সম্মানসূচক দূত কে? পেলে
>পরপর তিন ম্যাচে ৫ উইকেট নেওয়ার অধিকারি? ওয়াকার ইউনূস পাকিস্তান
>২০১৩ মহিলা বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারত
বাংলাদেশ ও আন্তর্জাতিক নিয়ে সমসাময়িক কিছু সাধারণ জ্ঞান। সকল নিয়োগ পরীক্ষার জন্য প্রযোজ্য।
বাংলাদেশ ও আন্তর্জাতিক নিয়ে সমসাময়িক কিছু সাধারণ জ্ঞানঃ
প্রশ্নঃ-প্রধানমন্ত্রী শেখ হাসিনা২০১৭ সালের জন্য ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করেন কোনটিকে?
উ: চামড়াকে।
প্রশ্নঃ-জাতিসংঘের নতুন মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কবে দায়িত্ব গ্রহণ করেন?
উ: ১ জানুয়ারি, ২০১৭
প্রশ্নঃ-হাইতির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
উ: জোভেনেল মাইজি।
প্রশ্নঃ-যুদ্ধাপরাধের দায়ে ফ্রান্সে গ্রেপ্তার কসোভোর সাবেক প্রধানমন্ত্রীর নাম?
উ: রামোস হারডিনাজ
প্রশ্নঃ-কত দশক পর যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর।
উ: প্রায় পাঁচ দশক
প্রশ্নঃ-সম্প্রতি জাপান কোন দেশ থেকে সাময়িকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়?
উ: দক্ষিণ কোরিয়া
প্রশ্নঃ- ‘হেরোরো’ ও ‘নামা’ কি?
উ: নামিবিয়ার আদি জনগোষ্ঠী
প্রশ্নঃ-ঘানার নতুন প্রেসিডেন্ট কে?
উ: আকুফো এদো।
প্রশ্নঃ-পর্তুগালের গণতন্ত্রের জনক কে?
উ: মারিও সোয়ারেস।
প্রশ্নঃ-সম্প্রতি রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ সফর করা মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাম?
উ: কিয়াও তিন।
প্রশ্নঃ-বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে?
উ: ১০ জানুয়ারি
প্রশ্নঃ-যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোথায় বিদায়ী ভাষণ দেন?
উ: শিকাগোতে
প্রশ্নঃ-সুইজারল্যান্ডে ফিফার সভায় বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দলের সংখ্যা কতটিতে করার প্রস্তাব অনুমোদিত হয়েছে?
উ: ৪৮টিতে
প্রশ্নঃ-টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড কার?
উ: সাকিব আল হাসানের। নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রান করেন তিনি।
প্রশ্নঃ- ‘বঙ্গবন্ধু সিলিকন সিটি’ নামে হাই-টেক পার্কের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে?
উ: রাজশাহী মহানগরীতে
প্রশ্নঃ-সম্প্রতি ভ্যাটিকান সিটিতে দূতাবাস চালু করেছে কোন দেশ?
উ: ফিলিস্তিন
প্রশ্নঃ-ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৪৭তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উ: সুইজারল্যান্ডের দাভোসে
প্রশ্নঃ-স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভেঙ্গে কোন দুটি বিভাগ গঠন করা হয়েছে?
উ: জননিরাপত্তা ও সুরক্ষাসেবা
প্রশ্নঃ-যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কবে শপথ গ্রহণ করেন?
উ: ২০ জানুয়ারি
প্রশ্নঃ- ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ কোথায় অবস্থিত?
উ: রাজধানীর রাজারবাগে
প্রশ্নঃ-বরেণ্য গীতিকবি কুটি মনসুরের কবে মারা যান?
উ: ২৪ জানুয়ারি
প্রশ্নঃ-মেক্সিকোর প্রেসিডেন্ট কে?
উ: এনরিক পেন নিয়েতা।
প্রশ্নঃ-ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে?
উ: পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা
প্রশ্নঃ-থাইল্যান্ডের নতুন রাজা কে?
উ: যুবরাজ মহা ভাজিরালংকর্ন
প্রশ্নঃ-মেজর খালেদস ওয়ার তথ্যচিত্রটির পরিচালক কে?
উ: ব্রিটিশ টিভি সাংবাদিক ভানিয়া কেউলি।
প্রশ্নঃ-সহজে বাণিজ্য করা যায় এমন দেশের এ বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান?
উ: ১২৩তম।
প্রশ্নঃ-এডেন শহর কোন দেশে?
উ: ইয়েমেন
প্রশ্নঃ-ভিক্টোরিয়া ওকাম্পো কে?
উ: আর্জেন্টাইন বুদ্ধিজীবী, লেখক ও সাহিত্য সমালোচক
প্রশ্নঃ-অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন?
উ: গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি)।
প্রশ্নঃ-নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী?
উ: বিল ইংলিশ।
প্রশ্নঃ- ‘নোবেল পাওয়ার অনুভূতি চাঁদে দাঁড়ানোর মতো’কে বলেছেন?
উ: বব ডিলান।
সাম্প্রতিক বাংলাদেশ নিয়ে আলোচিত গুরুত্বপূর্ণ কিছু সাধারন জ্ঞান:
দেশের ৮ম বিভাগ এর নাম কি?
উত্তর : ময়মনসিংহ বিভাগ।
দেশের ৬৫তম জেলা কোনটি?
উত্তর : ভৈরব।
দেশের ৩য় সমুদ্র বন্দরের নাম কি?
উত্তর : পায়রা সমুদ্র বন্দর।
বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কয়টি?
উত্তর : ৪৮৯টি।
সোয়াচ অব নো গ্রাউন্ড মেরিন প্রোটেক্টেড এরিয়া কোথায় অবস্থিত?
উত্তর : দক্ষিণ বঙ্গোপসাগর।
নতুন দুটি উপজেলা সহ বর্তমানে দেশে উপজেলা মোট কতটি?
উত্তর: ৪৮৯ টি।
বর্তমানে দেশে মোট পৌরসভার সংখ্যা কতটি?
উত্তর : ৩১৯ টি।
বর্তমানে দেশে মোট থানার সংখ্যা কতটি?
উত্তর :৬৩৬ টি।
সর্বশেষ থানা কোনটি?
উত্তর : লক্ষীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ।
বর্তমানে দেশে থানার সংখ্যা কয়টি?
উত্তর : ৬৩৬টি।
বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কয়টি?
উত্তর : ৩১৯টি।
বর্তমানে মাথাপিছু আয় কত?
উত্তর : ১১৯০মার্কিন ডলার।
জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত জন?
উত্তর : ১০১৫ জন।
দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা কয়টি?
উত্তর : ১১০টি।
জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা কয়টি?
উত্তর : ১২ জন।
সম্প্রতি বাংলাদেশ বিমান বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের নাম কি?
উত্তর : রাঙাপ্রভাত।
দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি?
উত্তর : এম ভি বাঙালি।
প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে কোথায়?
উত্তর : ঢাকার মহাখালীতে।
পদ্মা সেতু নির্মাণ করবে কে?
উত্তর : চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিঃ।
বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোথায়?
উত্তর : স্থায়ী সালিশি আদালতে (নেদারল্যান্ডস)।
বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় কখন?
উত্তর : ৭ জুলাই ২০১৪।
বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র আছে কয়টি?
উত্তর : ২৬টি।
প্রথম বাংলাদেশি হিসেবে কে দু’বার একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) লাভ করেন?
উত্তর :নাফিস বিন জাফর।
প্রস্তাবিত অষ্টম বিভাগ হচ্ছে কোনটি?
উত্তর :ময়মনসিংহ।
বাংলাদেশের ২১তম এবং বর্তমান প্রধান বিচারপতি কে?
উত্তর :বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
মালদ্বীপের দূতাবাস বাংলাদেশে পুনরায় চালু হয় কবে?
উত্তর :১ জানুয়ারি ২০১৫।
মালদ্বীপ বাংলাদেশে প্রথম দূতাবাস চালু করে কবে?
উত্তর :১ এপ্রিল ২০০৮।
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উত্তর : গোবিন্দ হালদার।
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে অষ্টম শ্রেণি চালু করা হয় কবে?
উত্তর : ১ লা জানুয়ারি ২০১৫।
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে সপ্তম শ্রেণি চালু হয় কবে?
উত্তর :১ লা জানুয়ারি ২০১৪।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম ও বর্তমান ভিসি কে?
উত্তর : ড. মুহাম্মদ আহসান উল্লাহ।
স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি?
উত্তর :ওরা ১১ জন।
বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’- এর পরিচালক কে?
উত্তর :চাষী নজরুল ইসলাম।
চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি?
উত্তর: মর থেংগারি।
বাংলাদেশের প্রথম ন্যাশনাল পে-কমিশন গঠন করা হয় কবে?
উত্তর : ১৯৭২ সালে।
অষ্টম জাতীয় পে কমিশনের চেয়ারম্যান কে?
উত্তর : ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
বাংলাদেশের ষাটোর্ধ্ব ব্যক্তিদের সিনিয়র সিটিজেন ঘোষণা করা হয় কবে?
উত্তর : ২৭ নভেম্বর ২০১৪।
দেশে বর্তমানে মোট ব্যাংক কয়টি?-
উত্তর: ৬৩টি।
দেশে বর্তমানে তফসিলি ব্যাংক কয়টি?
উত্তর: ৫৬টি।
দেশের প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
উত্তর : ব্যাংক এশিয়া।
দেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি কোথায়?
উত্তর : রাজশাহী।
মেগাসিটির তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান কততম?
উত্তর : ১১তম।
যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি?
উত্তর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ।
কোন জেলায় দারিদ্রের হার সর্বাধিক?
উত্তর : কুড়িগ্রাম।
২০১৩-১৪ অর্থবছরে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?-
উত্তর : ১,১৯০।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU) প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট কে?-
উত্তর : সাবের হোসেন চৌধুরী।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্যের নাম কি?
উত্তর :ড. ফারজানা ইসলাম।
বাংলাদেশে মান সময় চালু হয় কখন?
উত্তর :৮ মে ২০১৪।
বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর ‘জীবনরহস্য’ উন্মোচন করেছেন?-
উত্তর :মহিষ।
বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে?
উত্তর : স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)।
বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কয়টি?
উত্তর :২৬টি।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (CPA)-এর নির্বাহী প্রথম বাংলাদেশি চেয়ারপার্সন কে?
উত্তর :ড. শিরীন শারমিন চৌধুরী।
পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
উত্তর :দক্ষিণ তালপট্টি দ্বীপ ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কয়টি সংশোধনী আনা হয়েছে?
উত্তর :১৬টি।
দেশের কোথায় প্রথম হাইটেক পার্ক নির্মিত হবে?
উত্তর :কালিয়াকৈর, গাজীপুর।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন কখন মৃত্যুবরণ করেন?
উত্তর :১০ নভেম্বর ২০১৪।
সোয়াচ অব নো গ্রাউন্ড মেরিন প্রোটেক্টেড এরিয়া-এর আয়তন কত?
উত্তর :১৭৩৮ বর্গ কি.মি.।
জাতীয় নদীরক্ষা কমিশনের প্রথম চেয়ারম্যান কে?
উত্তর :মোঃ আতাহারুল ইসলাম।
বাংলাদেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি?
উত্তর : এম ভি বাঙালি।
সম্প্রতি প্রকাশিত BBS এর তথ্য অনুযায়ী ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তর : ১১৯০ ডলার।
বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কতটুকু?
উত্তর : ১,১৮,৮১৩ ব: কি: মি:।
দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তর : হাড়িয়াভাঙ্গা।
উত্তর : ময়মনসিংহ বিভাগ।
দেশের ৬৫তম জেলা কোনটি?
উত্তর : ভৈরব।
দেশের ৩য় সমুদ্র বন্দরের নাম কি?
উত্তর : পায়রা সমুদ্র বন্দর।
বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কয়টি?
উত্তর : ৪৮৯টি।
সোয়াচ অব নো গ্রাউন্ড মেরিন প্রোটেক্টেড এরিয়া কোথায় অবস্থিত?
উত্তর : দক্ষিণ বঙ্গোপসাগর।
নতুন দুটি উপজেলা সহ বর্তমানে দেশে উপজেলা মোট কতটি?
উত্তর: ৪৮৯ টি।
বর্তমানে দেশে মোট পৌরসভার সংখ্যা কতটি?
উত্তর : ৩১৯ টি।
বর্তমানে দেশে মোট থানার সংখ্যা কতটি?
উত্তর :৬৩৬ টি।
সর্বশেষ থানা কোনটি?
উত্তর : লক্ষীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ।
বর্তমানে দেশে থানার সংখ্যা কয়টি?
উত্তর : ৬৩৬টি।
বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কয়টি?
উত্তর : ৩১৯টি।
বর্তমানে মাথাপিছু আয় কত?
উত্তর : ১১৯০মার্কিন ডলার।
জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত জন?
উত্তর : ১০১৫ জন।
দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা কয়টি?
উত্তর : ১১০টি।
জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা কয়টি?
উত্তর : ১২ জন।
সম্প্রতি বাংলাদেশ বিমান বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের নাম কি?
উত্তর : রাঙাপ্রভাত।
দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি?
উত্তর : এম ভি বাঙালি।
প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে কোথায়?
উত্তর : ঢাকার মহাখালীতে।
পদ্মা সেতু নির্মাণ করবে কে?
উত্তর : চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিঃ।
বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোথায়?
উত্তর : স্থায়ী সালিশি আদালতে (নেদারল্যান্ডস)।
বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় কখন?
উত্তর : ৭ জুলাই ২০১৪।
বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র আছে কয়টি?
উত্তর : ২৬টি।
প্রথম বাংলাদেশি হিসেবে কে দু’বার একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) লাভ করেন?
উত্তর :নাফিস বিন জাফর।
প্রস্তাবিত অষ্টম বিভাগ হচ্ছে কোনটি?
উত্তর :ময়মনসিংহ।
বাংলাদেশের ২১তম এবং বর্তমান প্রধান বিচারপতি কে?
উত্তর :বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
মালদ্বীপের দূতাবাস বাংলাদেশে পুনরায় চালু হয় কবে?
উত্তর :১ জানুয়ারি ২০১৫।
মালদ্বীপ বাংলাদেশে প্রথম দূতাবাস চালু করে কবে?
উত্তর :১ এপ্রিল ২০০৮।
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?
উত্তর : গোবিন্দ হালদার।
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে অষ্টম শ্রেণি চালু করা হয় কবে?
উত্তর : ১ লা জানুয়ারি ২০১৫।
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে সপ্তম শ্রেণি চালু হয় কবে?
উত্তর :১ লা জানুয়ারি ২০১৪।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম ও বর্তমান ভিসি কে?
উত্তর : ড. মুহাম্মদ আহসান উল্লাহ।
স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি?
উত্তর :ওরা ১১ জন।
বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’- এর পরিচালক কে?
উত্তর :চাষী নজরুল ইসলাম।
চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম কি?
উত্তর: মর থেংগারি।
বাংলাদেশের প্রথম ন্যাশনাল পে-কমিশন গঠন করা হয় কবে?
উত্তর : ১৯৭২ সালে।
অষ্টম জাতীয় পে কমিশনের চেয়ারম্যান কে?
উত্তর : ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।
বাংলাদেশের ষাটোর্ধ্ব ব্যক্তিদের সিনিয়র সিটিজেন ঘোষণা করা হয় কবে?
উত্তর : ২৭ নভেম্বর ২০১৪।
দেশে বর্তমানে মোট ব্যাংক কয়টি?-
উত্তর: ৬৩টি।
দেশে বর্তমানে তফসিলি ব্যাংক কয়টি?
উত্তর: ৫৬টি।
দেশের প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কোন ব্যাংক?
উত্তর : ব্যাংক এশিয়া।
দেশের প্রথম কারা প্রশিক্ষণ একাডেমি কোথায়?
উত্তর : রাজশাহী।
মেগাসিটির তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান কততম?
উত্তর : ১১তম।
যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি?
উত্তর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ।
কোন জেলায় দারিদ্রের হার সর্বাধিক?
উত্তর : কুড়িগ্রাম।
২০১৩-১৪ অর্থবছরে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?-
উত্তর : ১,১৯০।
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU) প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট কে?-
উত্তর : সাবের হোসেন চৌধুরী।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্যের নাম কি?
উত্তর :ড. ফারজানা ইসলাম।
বাংলাদেশে মান সময় চালু হয় কখন?
উত্তর :৮ মে ২০১৪।
বাংলাদেশের বিজ্ঞানীরা প্রথমবারের মতো কোন প্রাণীর ‘জীবনরহস্য’ উন্মোচন করেছেন?-
উত্তর :মহিষ।
বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে?
উত্তর : স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)।
বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কয়টি?
উত্তর :২৬টি।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (CPA)-এর নির্বাহী প্রথম বাংলাদেশি চেয়ারপার্সন কে?
উত্তর :ড. শিরীন শারমিন চৌধুরী।
পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
উত্তর :দক্ষিণ তালপট্টি দ্বীপ ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কয়টি সংশোধনী আনা হয়েছে?
উত্তর :১৬টি।
দেশের কোথায় প্রথম হাইটেক পার্ক নির্মিত হবে?
উত্তর :কালিয়াকৈর, গাজীপুর।
জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন কখন মৃত্যুবরণ করেন?
উত্তর :১০ নভেম্বর ২০১৪।
সোয়াচ অব নো গ্রাউন্ড মেরিন প্রোটেক্টেড এরিয়া-এর আয়তন কত?
উত্তর :১৭৩৮ বর্গ কি.মি.।
জাতীয় নদীরক্ষা কমিশনের প্রথম চেয়ারম্যান কে?
উত্তর :মোঃ আতাহারুল ইসলাম।
বাংলাদেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি?
উত্তর : এম ভি বাঙালি।
সম্প্রতি প্রকাশিত BBS এর তথ্য অনুযায়ী ২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তর : ১১৯০ ডলার।
বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কতটুকু?
উত্তর : ১,১৮,৮১৩ ব: কি: মি:।
দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তর : হাড়িয়াভাঙ্গা।
জেনে নিন বাংলা বার মাস ও সাত দিনের নাম কিভাবে এবং কোথায় হতে এসেছে? চলুন জেনে নেই।
বাংলা মাসের কথাঃ
বঙ্গাব্দের বারো মাসের নামকরণ করা হযেছে নক্ষত্রমন্ডলে চন্দ্রের আবর্তনে বিশেষ তারার অবস্থানের উপর ভিত্তি করে । বাংলা মাসের এই নামগুলি হচ্ছেঃ –
১.বৈশাখ – বিশাখা নক্ষত্রের নাম অনুসারে
২.জ্যৈষ্ঠ – জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে
৩.আষাঢ় – উত্তর ও পূর্ব আষাঢ়া নক্ষত্রের নাম অনুসারে
৪.শ্রাবণ – শ্রবণা নক্ষত্রের নাম অনুসারে
৫. ভাদ্র -উত্তর ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে
৬. আশ্বিন – অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে
৭. কার্তিক – কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে
৮. অগ্রহায়ণ(মার্গশীর্ষ) – মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে
৯.পৌষ – পুষ্যা নক্ষত্রের নাম অনুসারে
১০.মাঘ – মঘা নক্ষত্রের নাম অনুসারে
১১. ফাল্গুন – উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে
১২. চৈত্র – চিত্রা নক্ষত্রের নাম অনুসারে
সম্রাট আকবর কর্তৃক প্রবর্তিত তারিখ-ই-ইলাহী-র মাসের নামগুলি প্রচলিত ছিল পারসি ভাষায়, যথা: ফারওয়াদিন, আর্দি, ভিহিসু, খোরদাদ, তির, আমারদাদ, শাহরিযার, আবান, আযুর, দাই, বহম এবং ইসক্নদার মিজ।
বাংলা সাত দিনের কথাঃ
বাংলা সন অন্যান্য সনের মতোই সাত দিনকে গ্রহণ করেছে এবং এ দিনের নামগুলো অন্যান্য সনের মতোই তারকামন্ডলীর উপর ভিত্তি করেই করা হয়েছে।
১. শনিবার হচ্ছে শনি গ্রহের নাম অনুসারে
২. রবিবার হচ্ছে রবি বা সূর্য দেবতার নাম অনুসারে
৩. সোমবার হচ্ছে সোম বা শিব দেবতার নাম অনুসারে
৪. মঙ্গলবার হচ্ছে মঙ্গল গ্রহের নাম অনুসারে
৫. বুধবার হচ্ছে বুধ গ্রহের নাম অনুসারে
৬. বৃহস্পতিবার হচ্ছে বৃহস্পতি গ্রহের নাম অনুসারে
৭. শুক্রবার হচ্ছে শুক্র গ্রহের নাম অনুসারে
…………বাংলা সনে দিনের শুরু ও শেষ হয় সূর্যোদয়ে ।……………
সূত্রঃ-উইকিপিডিয়া।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও চাকরির ক্ষেত্রে প্রযোজ্য এই সংক্ষিপ্ত শব্দের পূর্ণরুপ গুলো:
বেপজা (BEPZA) বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি(বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ)
বিজিএমইএ (BGMEA) বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারসবুয়েট (BUET) বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং
অ্যান্ড টেকনোলজি (বাংলাদেশ প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়)
বিএমআরই (BMRE) ব্যালেন্সিং, মডার্নাইজেশন, রিহ্যাবিলিটেশন অ্যান্ড এক্সপানশন
বিওও (BOO) বিল্ড, ওন অ্যান্ড অপারেট (Build, Own and Operate)
বিওটি (BOT) বিল্ড, অপারেট অ্যান্ড ট্রান্সফার (Build, Operate and Transfer)
সিসিসিআই (CCCI) চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি
সিডিএস (CDS) সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম।
সিইটিপি (CETP) সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (কেন্দ্রীয় শিল্প বর্জ্য পরিশোধানাগার)
সিআইপি (CIP) কমার্শিয়ালী ইম্পর্টেন্ট পারসন (বাণিজ্যিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি)
ডিসিসিআই (DCCI) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি
ডিএফআই (DFI) ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং ইনস্টিটিউশন (উন্নয়ন আর্থিক প্রতিষ্ঠান)
ইসি-এনসিআইডি (EC-NCID) এক্সিকিউটিভ কমিটি অব দ্যা ন্যাশনাল কাউন্সিল ফর ইন্ডাষ্ট্রিয়াল ডেভেলপমেন্ট (জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটি)
ইইএফ (EEF) ইকুইটি এন্ড ইন্টারপ্রিনারশিপ ফান্ড
ইপিবি (EPB) এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো
ইপিজেড (EPZ) এক্সপোর্ট প্রসেসিং জোন (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা)
ইওএসপি (EOSP) এমপ্লয়ি ওন্ড স্টক প্রোগ্রাম
এফবিসিসিআই (FBCCI) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ
বিসিক (BSCIC) বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন)
বিএসটিআই (BSTI) বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রি টেস্টিং ইনস্টিটিউশন (বাংলাদেশ মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ ইনস্টিটিউশন)
বিটিএমএ (BTMA) বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন
এফডিআই (FDI) ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ)
এফআইসিসিআই (FICCI) ফরেন ইনভেন্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ
জিএআইএন (GAIN) গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভ্ড নিউট্রিশন
জিএটিএস (GATS) জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিসেস
এইচ আর ডি (HRD) ইিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট
আইপি (IP) ইন্ডাষ্ট্রিয়াল পলিসি (শিল্পনীতি)
আইএসও (ISO) ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (আন্তর্জাতিক মান সংস্থা)
আইএলও (ILO) ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আন্তর্জাতিক শ্রম সংস্থা)
আইপিও (IPO) ইনিশিয়াল পাবলিক অফারিং
এল/সি (L/C) লেটার অব ক্রেডিট (ঋণপত্র)
এমসিসিআই (MCCI) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ
এমআইএস (MIS) ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার
এমওএসটি (MOST) মাইক্রো নিউট্রিয়েন্ট স্ট্যাটিসটিকস অ্যান্ড টেকনোলজি
এমওআই (MOI) মিনিস্ট্রি অফ ইন্ডাষ্ট্রিজ
নাসিব (NASCIB) ন্যাশনাল এ্যাসোসিয়েশন অব স্মল অ্যান্ড কটেজ ইন্ডাষ্ট্রিজ, বাংলাদেশ
এনবিআর (NBR) ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (জাতীয় রাজস্ব বোর্ড)
এনসিবি (NCB) ন্যাশনালাই্জ্ড কমার্শিয়াল ব্যাংকস্
এনসিআইডি (NCID) ন্যাশনাল কাউন্সিল ফর ইন্ডাষ্ট্রিয়াল ডেভেলপমেন্ট (জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ)
এনএফসিডি (NFCD) নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট
এনপিডিএ (NPDA) নিউ পার্টনারশীপ ফর ডেভেলপমেন্ট এ্যাক্ট
এনপিও (NPO) ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন
এনআরবি (NRB) নন-রেসিডেন্ট বাংলাদেশী (অনাবাসী বাংলাদেশী)
পেয়ি (PAYE) পে এ্যাজ ইউ আর্ন (আয়ানুগ পরিশোধ)
পিসিবি (PCB) প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক
পিআরএসপি (PRSP) পোভারটি রিডাকশন স্ট্রাটেজি পেপার
পিএসডি (PSD) প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট
পিএসআই (PSI) প্রি-শিপমেন্ট ইন্সপেকশন (চালান পূর্ব পরিদর্শন)
আরএন্ডডি (R&D) রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (গবেষণা ও উন্নয়ন)
আরএমজি (RMG) রেডিমেড গার্মেন্টস (তৈরি পোশাক)
আরআরসি (RRC) রেগুলেটরি রিফর্ম কমিশন
এসসিআই (SCI) স্মল অ্যান্ড কটেজ ইন্ডাষ্ট্রিজ (ক্ষুদ্র ও কুটির শিল্প)
এসসিআইটিআই (SCITI) স্মল অ্যান্ড কটেজ ইন্ডাষ্ট্রিজ ট্রেনিং ইন্সটিটিউট
বিএসইসি (BSEC) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
এসএমই (SME) স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান)
এসএমইএফ (SMEF) এসএমই ফাউন্ডেশন
এসওই (SOE) স্টেট-ওন্ড এন্টারপ্রাইজ (রাষ্ট্রায়াত্ত শিল্প)
টিআইসি (TIC) টেকনোলজি ইনকিউবেশন সেন্টার
টিকে (TK) বাংলাদেশ টাকা
টিআরআইপিএস (TRIPS) ট্রেড রিলেটেড আসপেক্টস্ অফ ইনটেলেকচ্যুয়াল প্রোপারটি রাইটস্
ভ্যাট (VAT) ভ্যালু এ্যাডেড ট্যাক্স (মূল্য সংযোজন কর)
ডব্লিউইএবি(WEAB) উইমেন এট্রিপ্রিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ
ডব্লিউটিও (WTO) ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন
বিএবি (BAB) বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোড
বিসিআই (BCI) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ
বিসিসিআই (BCCI) বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রিজ
বিসিএসআইআর (BCSIR) বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাষ্ট্রিয়াল রিসার্চ (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ)
এসোসিয়েশন (বাংলাদেশ পোশাক প্রস্ত্ততকারক ও রপ্তানিকারক সমিতি)
বিআইএম (BIM) বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বাংলাদেশ ব্যবস্থাপনা ইনস্টিটিউট)
বিটাক (BITAC) বাংলাদেশ ইন্ডাষ্ট্রিয়াল অ্যান্ড টেকনিক্যাল এ্যাসিস্ট্যান্স সেন্টার (বাংলাদেশ শিল্প ও প্রযুক্তি সহযোগিতা কেন্দ্র)
বিজেএমএ (BJMA) বাংলাদেশ জুট মিলস্ এসোসিয়েশন
বিকেএমইএ (BKMEA) বাংলাদেশ নীট ওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোরটার্স।
বিএমডিসি (BMDC) বাংলাদেশ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার(বাংলাদেশ ব্যবস্থাপনা উন্নয়ন কেন্দ্র)
বিওআই (BOI) বোর্ড অব ইনভেস্টমেন্ট (বিনিয়োগ বোর্ড)
Comments
Post a Comment