Skip to main content

Posts

Showing posts from July, 2017

ফেসবুক আইডি রক্ষা করুন

আস্-সালামুআলাইকুম ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। আমরা ফেসবুকের মাধ্যমে সামাজিক যোগাযোগ রক্ষা করে থাকি। ফেসবুকে প্রত্যেকের একটি গুরত্বপূর্ণ একাউন্ট থাকে এবং যেটি দিয়ে সবার সাথে সহজেই যোগাযোগ করা হয়। এছাড়াও জরুরী ভিত্তিতে যোগাযোগের জন্য উক্ত একাউন্ট টি পরিচিত সবার সাথে শেয়ার করা হয়। এসব কারণে ফেসবুক একাউন্ট অনেকটা গুরত্বপূর্ণ হয়ে পড়ে। প্রয়োজন হয় বিশেষ নিরাপত্তা প্রদানের। নিরাপত্তাহীন ফেসবুক একাউন্ট সহজেই হ্যাকারের দ্বারা হ্যাক হয়ে যায়। যদি এরকম গুরত্বপূর্ণ ফেসবুক একাউন্ট হ্যাকারদের দ্বারা হ্যাক হয়ে যায় তাহলে মাথায় হাত ছাড়া আর কিছুই করার থাকেনা। আমি আজ আপনাদের কে ৫টি উপায় শেয়ার করব, যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক একাউন্ট হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে পারবেন। নিম্নে সেগুলো দেয়া হল- 1. Secure ব্রাউজিং Enable করুন- Secure ব্রাউজিং বলতে মূলত একটি সুরক্ষিত ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফেসবুক ব্রাউজ করাকে বুঝানো হয়েছে। নিরাপদ কানেকশন এর মাধ্যমে একটি সফল হ্যাকিং আক্রমণ থেকে 90% ঝুকিমুক্ত থাকা সম্ভব। Secure ব্রাউজিং Enable করতে এখানে ক্লিক করুন। 2. Text message নাটিফিকেশন Activ

নিজে নিজে আউট সোর্সিং সিখে ফেলুন।

আউট সোর্সিং যেভাবে শুরু করবেন : ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটসোর্সিং বলে। যাঁরা আউটসোর্সিংয়ের কাজ করে দেন, তাঁদের ফ্রিল্যান্সার বলে। ফ্রিল্যান্সার মানে হলো মুক্ত বা স্বাধীন পেশাজীবী। আউটসোর্সিংয়ের কাজের খোঁজ থাকে, এমন সাইটে যিনি কাজটা করে দেন, তাঁকে বলা হয় কনট্রাকটর (তিনি কনট্রাক্টে কাজ করেন)। আর যিনি কাজ দেন, তাঁকে বলে বায়ার/এমপ্লয়ার (তিনি কনট্রাক্টে কাজ দেন)। যে ধরনের কাজ পাওয়া যায়: আউটসোর্সিং সাইট বা অনলাইন মার্কেট প্লেসে কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। যেমন: ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম), লেখা ও অনুবাদ, প্রশাসনিক সহায়তা, ডিজাইন ও মাল্টিমিডিয়া, গ্রাহকসেবা (Customer Service), বিক্রয় ও বিপণন, ব্যবসাসেবা ইত্যাদি। ওয়েব ডেভেলপমেন্ট: এই বিভাগের মধ্যে আছে আবার ওয়েবসাইট ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, ই-কমার্স, ইউজার ইন্টারফেস ডিজাইন, ওয়েবসাইট টেস্টিং, ওয়েবসাইট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইত্যাদি। সফটওয়্যার ডেভেলপম

দেশ - বিদেশের স্মরনিয় ব্যাক্তিদের জন্ম ও মৃত্যু তারিখ।

০০১. এডওয়ার্ড কেনেডি (খ্যাতনামা মার্কিন সিনেটর। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বলে খ্যাত)- জন্ম: ২২ ফেব্রুয়ারী ১৯৩২, মৃত্যু: ২৫ আগষ্ট ২০০৯। ০০২. উইলবার রাইট (উড়োজাহাজের অন্যতম উদ্ভাবক)- জন্ম: ১৬ এপ্রিল ১৮৬৭, মৃত্যু: ৩০ মে ১৯১২। ০০৩. কাই সিগবান (নোবেলজয়ী সুইডিস পদার্থ বিজ্ঞানী)- জন্ম: ২০ এপ্রিল ১৯১৮, মৃত্যু: ২০ জুলাই ২০০৭। ০০৪. মইনুল হোসেন চৌধুরী বীরবিক্রম (বিশিষ্ট কূটনৈতিক ও বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কম বয়সে মেজর জেনারেল)- জন্ম: ০৫ সেপ্টেম্বর ১৯৪৩, মৃত্যু: ১০ অক্টোবর ২০১০। ০০৫. ওয়েন উইলিয়াম রিচার্ডসন (নোবেলজয়ী খ্যাতিমান বৃটিশ পদার্থবিদ)- জন্ম: ২৬ এপ্রিল ১৮৭৯, মৃত্যু: ১৫ জানুয়ারি ১৯৫৯। ০০৬. গুগলিয়ে লমো মার্কোনি (বেতার যন্ত্রের সম্প্রচার পদ্ধতির অন্যতম উদ্ভাবক এবং নোবেলজয়ী)- জন্ম: ২৫ এপ্রিল ১৮৭৪, মৃত্যু: ২০ জুলাই ১৯৩৭। ০০৭. সিগমন্ড ফ্রয়েড (বিশ্বখ্যাত অস্ট্রিয় মনোরোগ চিকিৎসক ও মনস্তাত্ত্বিক। মনোবীক্ষণের জনক হিসেবে খ্যাত।)- জন্ম: ০৬ মে ১৮৬৫, মৃত্যু: ২৩ সেপ্টেম্বর ১৯৩৯। ০০৮. কাইফি আজমি (ভারতের পদ্মশ্রী খেতাব প্রাপ্ত প্রথিতযশা উর্দূ কবি, সাহিত্যিক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব। ভারতের বিখ্

আসুন খুব সহজে HTML শিখে ফেলি

HTML কি? HTML  একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যা পৃথিবীর বিশাল তথ্য-ভান্ডারকে ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সুযোগ তৈরি করে দিয়েছে। একটা ওয়েব পেজের মূল গঠন তৈরি হয়  HTML  দিয়ে। HTML  কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, একে  Hyper Text Mark Up Language  বলা হয়।  Mark Up Language  এক সেট  Mark Up  ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। একটা ওয়েব পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে, তা  HTML এ  Mark Up  ট্যাগ সমূহ ব্যবহার করে প্রকাশ করা হয় । HTML এর ইতিহাস HTML  বা  Hyper Text Mark Up Language তৈরি করেছেন টিম বার্নাস-লী।  HTML  তৈরির উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণার তথ্য উপাত্ত দ্রুত পৃথিবীর বিভ্ন্নি স্থানে আদান প্রদানের ব্যবস্থা করা। ১৯৯০ সালের দিকে  NCSA  কর্তৃক ডেভলপকৃত মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML পরিচিতি লাভ করে। ১৯৯৭ এর জানুয়ারীতে  WC3  কর্তৃক প্রথম ডেভলপকৃত  HTML3.2  প্রকাশিত হয়। একই বছরে শেষে ডিসেম্বরে  WC3 HTML  এর নতুন সংস্করণ  HTML4.2  প্রকাশ করে। ২০১০ সালে বর্তমানে প্রচলিত  HTML  এর সর্বশেষ ভার্সন  HTML5 জনসম্মূখে পরিচিতি লাভ করে। প